
সোমবার ● ৭ জুলাই ২০২৫
দুমকিতে টানা বৃষ্টিতে বেহাল তালুকদার হাট সড়ক!
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে টানা বৃষ্টিতে বেহাল তালুকদার হাট সড়ক!সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)
আষাঢ়ের অবিরাম ভারিবর্ষণে পটুয়াখালী দুমকি উপজেলার শ্রীরামপুর আশ্রায়ন পল্লী থেকে তালুকদারহাট সড়কের বেহাল দশা হয়েছে। কাদা-পানিতে একাকার কাঁচা সড়কের বিভিন্ন স্থানে অসংখ্যে ছোটবড় গর্তের সৃষ্টি হয়ে জনচলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকা বাসি।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলা শহরের সাথে দ্রুত ও সহজ যাতায়াতের থানাব্রিজ-শ্রীরামপুর আশ্রায়ন পল্লী পাকা সড়কের অগ্রভাগে মাত্র ১কি.মিটার কাঁচা রাস্তায় জনচলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মুরাদিয়া নদীর তীরবর্তী পাউবো সড়কের অনাপত্তিতে ২০২০-০২১ অর্থবছরে জামলা বাজার থেকে আশ্রয়নপল্লী পর্যন্ত রাস্তাটি পাকা করণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তৎকালীন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম ব্যক্তিস্বার্থে তার শ্বশুরবাড়ি পর্যন্ত ১কি.মিটার রাস্তা পাকা করণ করেন। একই সড়কের অগ্রভাগে ১কি.মিটারের মাথায় ঐতিহ্যবাহী তালুকদার বাজারের অবস্থান। বাজারটিতে সপ্তাহে দু’দিন শনি ও মঙ্গলবার হাট বসে। এছাড়াও এ সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, দক্ষিন শ্রীরামপুর, দক্ষিন মুরাদিয়া ও লোহালিয়াসহ ১০গ্রামের মানুষের নিত্য যাতায়াতের সহজ পথ এটি। সড়কটি পাকা করণের অভাবে প্রতিবছর বর্ষাকালে যাতায়াতে দুর্ভোগের শিকার হতে হয়। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে সড়কটিতে বিভিন্ন স্থানে অসংখ্যে খানাখন্দের সৃষ্টি ও কাদায় পরিপূর্ণ হয়ে আছে। যানবাহনতো দুরের কথা, পায়ে হেঁটে চালাও দুস্কর হয়ে পরেছে। এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত তালুকদার হাটের ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাই দ্রুত রাস্তাটি পাকা করণের দাবি এলাকাবাসীর। তালুকদার হাটের ব্যবসায়ি শাওন জানায়, বর্ষা মৌসুমে রাস্তায় কাদা পানি ও গর্ত থাকায় কোন যানবাহনে মালামাল আনানেয়া করায় অসুবিধা হচ্ছে। বিকল্প পথে মুরাদিয়া বোর্ড অফিস হয়ে ৫কিলোমিটার রাস্তাা ঘুরে মালামালের পরিবহণ খরচ দ্বিগুণ বেড়ে যায়। এতো দামে বিক্রি করতে না পারায় লোক শানের ঘানি টানতে হচ্ছে। একই অভিযোগ সরোয়ার তালুকদার, জাফর, বাবুল হাওলাদারের।
স্কুল শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বলেন, ১কি.মিটার কাঁচা রাস্তার কারণে তাকে বিকল্প পথে প্রতিদিন ৫কি.মিটার পথ পেরিয়ে কর্মস্থলে যেতে হয়। অথচ ১কি.মিটার রাস্তা পাকা করা হলে অটোবাইকে ১০টাকায় আরামে স্কুলে যেতে পারতেন। তার মতো ওই এলাকার সাধারণ মানুষদের বিশেষতঃ কচিকাঁচা স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বয়োবৃদ্ধ পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। জনদুর্ভোগ লাগবে জরুরী ভিত্তিতে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এবিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজাহার আলী মৃধা বলেন, আসলেই রাস্তাটির অবস্থা খুবই করুণ। আশ্রয়ণ পল্লী থেকে ডাকাতিয়ার খাল ভায়া তালুকদার হাটের পাকাকরণ দরকার। এবিষয়ে উপজেলা প্রকৌশল বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, বরাদ্দের অভাবে প্রকল্পটি ওই সময় সম্প্রসারণ করা সম্ভব হয়নি। জনদুর্ভোগ লাগবে অগ্রাধিকার বিবেচনায় বরাদ্দ চাওয়া হবে। প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে যতদ্রুত সম্ভব রাস্তাটি পাকাকরণ করা হবে।
এমআর
বাংলাদেশ সময়: ১৬:২৭:৫৮ ● ৭৯ বার পঠিত