
রবিবার ● ৬ জুলাই ২০২৫
গলাচিপায় নবনির্বাচিত জেলা বিএনপি নেতাদের সংবর্ধনা
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় নবনির্বাচিত জেলা বিএনপি নেতাদের সংবর্ধনা
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটনকে গলাচিপায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার হাওলাদার।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মো. মোস্তাক আহমেদ পিনু, মো. বশির মৃধা, সাবেক যুবদল সভাপতি মো. মনির ইসলাম লিটন, গলাচিপা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন খন্দকার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম খান, মো. জিয়াউর রহমান জিয়া এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান গলাচিপার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মী। অনুষ্ঠানে স্লোগানে মুখর এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৯:৪৬:২৮ ● ৬০ বার পঠিত