
বৃহস্পতিবার ● ৩ জুলাই ২০২৫
২৩ বছর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন সভাপতি স্নেহাংশু, সম্পাদক টোটন নির্বাচিত
হোম পেজ » পটুয়াখালী » ২৩ বছর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন সভাপতি স্নেহাংশু, সম্পাদক টোটন নির্বাচিত
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। শনিবার সকালে ব্যায়ামাগার এলাকায় দলীয় নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল।
সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান (অব.) এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ আরও অনেকে। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
দ্বিতীয় অধিবেশনে ১৫১৪ জন কাউন্সিলর ও ডেলিগেট প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। সভাপতি পদে দু’জন ও সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গণনা শেষে সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি ৭৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বায়েজীদ আহম্মেদ পান্না পেয়েছেন ৪০২ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মজিবর রহমান টোটন ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির আহম্মদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।
নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে পটুয়াখালী জেলা বিএনপি আরও সংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।
২০০২ সালের ১৪ এপ্রিল সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির কমিটি গঠিত হয়। এরপর দীর্ঘ পথ পরিক্রমা শেষে এবারের সম্মেলনের মাধ্যমে পুনরায় সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন হলো।
প্রসঙ্গত-
# সম্মেলনে ভোটগ্রহণ চলে ৪ ঘণ্টাব্যাপী
# মোট ভোটার: ১৫১৪ জন কাউন্সিলর
# সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন
বাংলাদেশ সময়: ১২:১৫:২৩ ● ১০৮ বার পঠিত