
বুধবার ● ২ জুলাই ২০২৫
কাউখালীতে আলিম পরীক্ষা দেওয়া হলো না আহত ছাত্রদল নেতার
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে আলিম পরীক্ষা দেওয়া হলো না আহত ছাত্রদল নেতার
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রদল নেতা মো. সোহানুজ্জামান স্বপ্নীল ২৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার ছাত্রদল সভাপতি ও চলতি বছরের আলিম পরীক্ষার্থী।
গত ৬ জুন পিরোজপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্মকভাবে আহত হন। প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল থেকে এক সপ্তাহ পর ঢাকাস্থ বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে তিনি খুলনার বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতের বাবা মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় তার ছেলের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। ২৬ জুন থেকে আলিম পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও এখনও হাসপাতালে কাতরাচ্ছেন। সন্তানের সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩৭ ● ১৬৮ বার পঠিত