
বুধবার ● ২৫ জুন ২০২৫
পিরোজপুরে রোভার স্কাউট সদস্যদের সনদপত্র প্রদান
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে রোভার স্কাউট সদস্যদের সনদপত্র প্রদানসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযানে দায়িত্ব পালনকারী ৩৭ জন রোভার স্কাউট সদস্যকে সনদপত্র প্রদান করেছে বাংলাদেশ স্কাউটস।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. রফিকুল ইসলাম ও রোভার স্কাউটস পিরোজপুর জেলা শাখার সম্পাদক মো. সানাউল্লাহ।
বক্তারা রোভার স্কাউট সদস্যদের সমাজসেবামূলক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ১৮:৫৮:২৩ ● ৮৬ বার পঠিত