শুক্রবার ● ২০ জুন ২০২৫

ফুলপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬, আগুনে পুড়ল বাস

হোম পেজ » ময়মনসিংহ » ফুলপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬, আগুনে পুড়ল বাস
শুক্রবার ● ২০ জুন ২০২৫


 

ফুলপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যাগে করে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারান ৬ জন। –ছবি: সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, ময়মনসিংহ

 

ময়মনসিংহের ফুলপুরে বাস ও যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ফুলপুর পৌরসভার কুরিয়ারব্রিজ এলাকার ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ফুলপুর থেকে ছেড়ে আসা মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাহেন্দ্রটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রর ৬ যাত্রী প্রাণ হারান।

 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত পাঁচজনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এদিকে মর্মান্তিক দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা শ্যামলী বাংলা পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪০ ● ২৩৯ বার পঠিত