
রবিবার ● ১৫ জুন ২০২৫
বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাহত
হোম পেজ » রাজশাহী » বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাহত
বগুড়া সাগরকন্যা প্রতিনিধি
বগুড়া সদরের বড় কুমিরা এলাকায় ওয়ারেন্টের সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল মানিক ছুরিকাহত হয়েছেন।
পুলিশ জানায়, বড় কুমিড়া এলাকার মুরাদ নামের এক ব্যক্তি ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। তার বাড়িতে অবস্থানের গোপন খবরের ভিত্তিতে গ্রেফতারের উদ্দেশ্যে রোববার দুপুরে দিকে সেখানে পুলিশ অভিযান চালায়। উপশহর ফাড়ির এসআই জাহাঙ্গীর এবং কনস্টেবল মানিক আসামীর বাড়িতে অভিযানে অংশ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পুলিশ সদস্যকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে আসামি মুরাদ পালিয়ে যায়।
এসময় পুলিশ কনস্টেবল মানিকের পা ও হাতে আঘাতপ্রাপ্ত হয়, এবং এএসআই জাহাঙ্গীরের পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে বগুড়া সদর থানার ওসি মোঃ হাসান বাসির জানান, এসআই জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজন। তিনি আরো জানান, মুরাদকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৬ ● ৯০ বার পঠিত