নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার ● ২০ মে ২০২৫


নেছারাবাদে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে দু’টি ডায়াগনষ্টিক সেন্টারসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) দুপুরে ঐ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল ইসলাম। নেছারাবাদ থানা পুলিশের এএসআই মো. হিরন মিয়াসহ পুলিশের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উপজেলার ইন্দেরহাট বন্দরে বিভিন্ন অনিয়মের অভিযোগে সেবা প্রাইভেট ক্লিনিককে ৫ হাজার টাকা, স্বরূপ ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, লাইসেন্স না থাকার দায়ে প্রমি মেডিকেল হলকে ৫ হাজার ও মিয়ারহাট বন্দরে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে মুদি দোকানী শাহাদাতকে ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪১:০১ ● ২৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ