
শুক্রবার ● ৭ মার্চ ২০২৫
নেছারাবাদে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে ওপেন হাউজ ডে অনুষ্ঠিতনেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
“পুলিশই জনতা জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকালে এ উপলক্ষে থানা কম্পাউন্ডে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নেছারাবাদ-কাউখালী সার্কেলের সহকারি পুলিশ সুপার সাবিহা মেহেবুবা। এএস আই মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পাটিকেল বাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নছির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠী পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মানিক, মোঃ সাইফুল ইসলাম উজ্জল, স্বরূপকাঠী পৌর জামাতের আমিন মোঃ জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. তপু রায়হান, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা, ডিএসবি এস আই কে এম মজিবর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ওপেন হাউজ ডে সম্পর্কে ও পুলিশের আইন শৃংখলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৪ ● ১৬৮ বার পঠিত