শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪

টুঙ্গিপাড়ায় ১৩মামলার আসামি তাহিন গ্রেফতার!

হোম পেজ » লিড নিউজ » টুঙ্গিপাড়ায় ১৩মামলার আসামি তাহিন গ্রেফতার!
শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪


টুঙ্গিপাড়ায় ১৩মামলার আসামি তাহিন গ্রেফতার!

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ মোট ১৩ টি মামলার আসামি তাহিন শেখ (২৬)-কে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়া থানার এসআই সাজিদুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে টুঙ্গীপাড়া থানার একটি চৌকস টিম আলোচিত আসামি তাহিন শেখকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি বাজার থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তাহিন শেখ টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, তাহিন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজি সহ নানা অপকর্ম চালিয়ে আসছেন। এসব বিষয়ে তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ১৩টি মামলা হয়েছে। এরমধ্যে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার রাতে বাগেরহাটের মোল্লাহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৫:১০ ● ১১৬ বার পঠিত