বাবুগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতার পদাবনতি
হোম পেজ »
বরিশাল »
বাবুগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতার পদাবনতি
বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০২৩

বাবুগঞ্জ(বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কো-আহ্বায়ক ইসরাত হোসেন কচি তালুকদার কে অব্যহতি দিয়েছেন বরিশাল জেলা কমিটি। মঙ্গলবার জেলা কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।
ইসরত হোসেন কচি কে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৭দিনের মধ্যে কারনে দর্শনোর নোটিশ প্রদান করেন জেলা কমিটি। কারন দর্শনোর নোটিশের কোন জবাব না দেওয়ায় তাকে আহ্বায়ক কমিটির কো- আহবায়ক থেকে ১নং সদস্য হিসেবে ডিমোশন দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানাযায়, বিগত কয়েকটি কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের ব্যানারে ইসরত হোসেন কচি তালুকদার নিজেকে আহ্বায়ক পরিচয় দেয়। বিষয়টি জেলা কমিটিকে অবহিত করলে তাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এছাড়া দলীয় বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্দে অবস্থান নেওয়ায় তাকে কো-আহবায়ক থেকে সদস্য পদে পদাবনতি করা হয়েছে। বর্তমানে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খান ও সদস্য সচিব অহেদুল ইসলাম প্রিন্স।
এএ/এমআর
বাংলাদেশ সময়: ২০:১৩:৩৯ ●
১৩৬ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)