
মঙ্গলবার ● ২৯ আগস্ট ২০২৩
মহিপুরে জেলে ট্রলারে ১৭০ মণ ইলিশ!
হোম পেজ » ব্রেকিং নিউজ » মহিপুরে জেলে ট্রলারে ১৭০ মণ ইলিশ!কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
এবারে এক ট্রলারে ধরা পড়ল ১৭০ মণ ইলিশ। এফবি ‘রিভার মেড’ ট্রলারের মাঝি আবুল খায়ের এ পরিমাণ ইলিশ উপজেলার মহিপুর মৎস্য বন্দরের মিথুন এন্টারপ্রাইজ নামের আড়তে ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন। শনিবার শেষ বিকেলে আহরিত ইলিশ মহিপুর ঘাটে নিয়ে আসে ওই ট্রলারের জেলেরা। ট্রলারের মালিক মোস্তফা কামালের বাড়ি কুমিল্লায়। মাঝির বাড়ি কমল নগর। মেসার্স মিথুন আড়ত কর্তৃপক্ষ জানায় গড়ে ৬০০ গ্রাম ওজনের ছিল ইলিশগুলো। সিনিয়র কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা এ খবর নিশ্চিত করেন। মহিপুর আড়ত মালিক সমিতির নেতা রাজু আহম্মেদ জানান, অধিকাংশ ট্রলার ২-৪ থেকে ১০/১২ মণ ইলিশ পাচ্ছে। কিন্তু কালকে শুধুমাত্র দুইটি ট্রলার বেশি ইলিশ পাওয়ার খাবর তার কাছে রয়েছে।
এমইঊএম/এমআর
বাংলাদেশ সময়: ০:০৪:১২ ● ৬৪৫ বার পঠিত