
শনিবার ● ৯ মার্চ ২০১৯
দশমিনায় টমটম-আটো’র মুখামুখি সংঘর্ষে আহত ৫
হোম পেজ » সর্বশেষ » দশমিনায় টমটম-আটো’র মুখামুখি সংঘর্ষে আহত ৫দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর দশমিনায় শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় দশমিনা-বাউফল সড়কের উপজেলা পরিষদের সামনে টমটম-আটো’র মুখামুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে দু’গাড়ীর চালকসহ আহত হয়েছে ৫ জন। থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হচ্ছে মোঃ রুবেল(২৩), মোঃ সিবলু(২০), মোঃ শামীম(৩০), শ্রী ভব রঞ্জন(৪২) ও শ্রী গবিন্দ্র ঠাকুর(৩৭)। আহতদের মধ্যে গুরুতর মোঃ রুবেল ও শ্রী গোবিন্দ্র ঠাকুরকে দশমিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করেন।
থানা সূত্রে জানা যায়, বিয়ের বাড়ি থেকে টমটমে যাত্রী নিয়ে ফিরছিল এবং রুবেল তার ছোট ভাই সিবলু অটো চালানোর প্রশিক্ষন দেয়ার সময় টমটম-আটো’র মুখামুখি সংঘর্ষেও ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১০:১৬:৫৮ ● ৫৬৪ বার পঠিত