ইন্দুরকানীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার
হোম পেজ »
পিরোজপুর »
ইন্দুরকানীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার
বৃহস্পতিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২২

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের ইন্দুরকানীতে এককেজি গাঁজা সহ মো. শহিদুল ইসলাম শেখ (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (০৯ ফেব্রুয়ারী) রাতে তাকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য বালিপাড়া গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃৃৃৃত আব্দুল কাদের শেখের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জানান, ওই রাতে আটককৃতের বাড়িতে মাদক বেঁচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এককেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃত শহিদুল একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি এর আগে ৭বার মাদক সহ আটক হয়েছেন। ওই সব মামলা বিচারাধীন রয়েছে।
ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আটককৃতের নামে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃত শহিদুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৬ ●
২৩০ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)