
রবিবার ● ৪ জুলাই ২০২১
কলাপাড়ায় খাল আটকে মাছের ঘের, পানিবন্ধিদের মানববন্ধন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় খাল আটকে মাছের ঘের, পানিবন্ধিদের মানববন্ধনকলাপাড়া (পটুয়াাখালী) সাগরকন্যা অফিস॥
কলাপাড়ায় পানি নিষ্কাশনের খালে বাঁধ দিয়ে পানির প্রবাহ আটকে মাছের ঘের করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্যরা। রবিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ধুলাসার ইউপির অনন্তপাড়া গ্রামে বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি পালন করে কৃষক ভুক্তভোগীরা। মানব বন্ধনে নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন, স্থানীয় আবজাল হাওলাদার, হাসিনা বেগম ও শফিউল ইসলাম পাটোয়ারী। বক্তারা বলেন ওই গ্রামের পানি নিষ্কাশনের ভাঙ্গা খাল নামক খালে বাধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে চলতি মৌসুমে ফসলী জমির পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে। প্রভাবশালী ওই মহলটিকে বাধা দিলে বিভিন্ন সময়ে হামলার শিকার হতে হচ্ছে কৃষকদের। ফলে দ্রুত সময়ের মধ্যে খালটি রক্ষায় সরকারের কাছে আশুহস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। কৃষকরা এ ঘটনার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি বশির মৃধা, সহযোগী রিপন গাজী, হান্নান গাজীকে দায়ী করেন। মাছের ঘের করায় অনন্তপাড়া, খেয়াঘাট ও ধুলাসারের কৃষকরা আমান আবাদ করতে পারছে না। তারা পানিবন্দী হয়ে পড়েছেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এমইউএম/এমআর
বাংলাদেশ সময়: ২০:১৪:৫৬ ● ৯৫৫ বার পঠিত