
মঙ্গলবার ● ২৭ এপ্রিল ২০২১
কুয়াকাটা পৌর ছাত্রলীগের সংবাদ সম্মেলন
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা পৌর ছাত্রলীগের সংবাদ সম্মেলনসাগরকন্যা কুয়াকাটা অফিস॥
কুয়াকাটায় ছাত্রলীগ নেতার সাথে একাধিক নারীর ছবি ভাইরালে নিজের অবস্থান তুলে ধরে পৌর ছাত্রলীগ সম্পাদক সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর ছাত্রলীগ সম্পাদক তাইফুর রহমান হাসান বলেন, পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার আমাকে গালমন্দ করার অডিও ভাইরাল হওয়াকে ধামাচাপা দিতে এই অপপ্রচার চালানো হয়েছে। আমার ছবির সাথে বিভিন্ন নারীর ছবি ফটোসপে জুড়ে দেওয়া হয়েছে বলেও দাবি হাসানের। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান ও মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুয়াকাটা পৌর ছাত্রলীগ সম্পাদককে পৌরমেয়রের গালমন্দের অডিও ভাইরাল হবার একদিন পর একাধীক নারীর সাথে ছাত্রলীগ সম্পাদকের অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়।
এনইউবি/এমআর
বাংলাদেশ সময়: ২০:৪৭:৪৮ ● ৫৪৮ বার পঠিত