গলাচিপায় ঘর তোলা নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৬
হোম পেজ »
পটুয়াখালী »
গলাচিপায় ঘর তোলা নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৬

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
সোমবার সকালে গলাচিপায় ইট ভাটার ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ৬জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া গ্রামে রামনাবাদ নদীর পাড়ে ইট ভাটা সংলগ্ন স্থানে। এ ঘটনায় গুরুত্বর আহত ৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেনঃ ইউপি সদস্য সায়েম হোসেন মৃধা, তোফাজ্জেল হোসের মৃধা, ফাহাদ হোসেন, জিয়া ও নূর আলম। এতে ঘটনাস্থল পরিদর্শন করেছে গলাচিপা থানা পুলিশ ।
সংঘর্ষের ঘটনায় ইট ভাটা মালিককে ঘর তোলায় সহযোগিতা করায় ইউপি সদস্য সায়েম হোসেন মৃধাকে দোষারোপ করছে স্থানীয়রা। ইউপি সদস্যের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এনআরএস/এনবি
বাংলাদেশ সময়: ১৩:১৪:৪৬ ●
৪২১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)