ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান রাষ্ট্রপতির
হোম পেজ »
সর্বশেষ »
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান রাষ্ট্রপতির
সোমবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৯

ঢাকা সাগরকন্যা অফিস॥
জনগণের ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত তিন বিচারক বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। নতুন নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী এবং বিচারপতি মো. নূরুজ্জামান। বিগত অক্টোবর মাসে এই তিন বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাক্ষাতে সময় রাষ্ট্রপতি বলেন, আদালত বিচারপ্রার্থীদের ভরসার শেষস্থল। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে আদালতের অনেক দায়িত্ব রয়েছে। প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে আশা করেন, তারা জনগণের বিচার প্রাপ্তিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। নতুন বিচারপতিরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান।
এফএন/এমআর
বাংলাদেশ সময়: ১৭:৩৭:৫৩ ●
৪৭৭ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)