রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু
হোম পেজ »
ঝালকাঠী »
রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠির রাজাপুরের উত্তর বাগড়ি গ্রামের নিজবাড়িতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ইজিবাইক থেকে চার্জারের তাঁর খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালক মোঃ বাপ্পি হাওলাদারের (১৮) মৃত্যু হয়েছে। হাওলাদার উপজেলার উত্তর বাগড়ী এলাকার আব্দুল মতিন হাওলাদারের ছেলে। বাপ্পি ইজিবাইক চালিয়ে আয় করে তাদের সংসার চালাতে সহযোগীতা করে আসছিলো। তার মৃত্যু এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
রাজাপুর (ওসি) মোঃ জাহিদ হোসেন জানান, ইজিবাইক থেকে চার্জারের তাঁর খুলতে গিয়ে ইজিবাইকে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পর্শে অজ্ঞান হয়ে পড়ে বাপ্পি। স্বজনরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং আবেদনের ভিত্তিতে পরিবারের লাশ হস্তান্তর করা হয়েছে।
আরআর/এমআর
বাংলাদেশ সময়: ১৪:১৭:৪০ ●
৫৬১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)