কুয়াকাটায় পানি ব্যবস্থাপনা ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটায় পানি ব্যবস্থাপনা ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
রবিবার ● ২১ নভেম্বর ২০২১


কুয়াকাটায় পানি ব্যবস্থাপনা ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটায় পানি ব্যবস্থাপনা ও জলবায়ুু পরিবর্তন বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বেসরকারি সংস্থা আরবান এবং এএলআরডি এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কুয়াকাটার একটি আবাসিক হোটেলের অডিটোরিয়ামে রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।
পটুয়াখালী ও বরগুনা জেলার ১৬টি বেসরকারি সংস্থার ৩০জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিড্স (আরবান) এর প্রশাসনিক সমন্বয়কারী মোঃ নাজিম উদ্দিন খান, কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক সমকালের কুয়াকাটা প্রতিনিধি খান এ রাজ্জাক, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট  (এএলআরডি) এর প্রশিক্ষণ কর্মকর্তা মির্জা মোঃ আজিম হায়দার, আরবান’র অডিট অফিসার মাহাফুজুর রহমান প্রমুখ। বক্তারা পানির সুসম ব্যবহার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে কথা বলেন। আগামী মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হবে।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৫:২৬ ● ৩০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ