কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯


কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ঈদুল-আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ ভিজিএফএর চাল আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়া চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত হাওলাদারের মুক্তির দাবিতে তার স্বজন ও ইউনিয়নের কতিপয় মানুষ সংবাদ সম্মেলন করেছে।
শুক্রবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান কেরামত হাওলাদারের মেয়ে চাঁদনি আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা, চেয়ারম্যানের ছেলে হাসিবুল হাসান, ইউপি সদস্য আল-আমিন হাওলাদার, খালেক ফকির, রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামতের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য বুধবার বিকালে চাকামইয়া থেকে জালাল চাহরের বাড়ির পুকুর এবং অপর দুইটি স্পট থেকে ভিজিএফর ৫৮০ কেজি চাল ও চাল রেখে পুকুরে ফেলা খালি বস্তা উদ্ধার করেন কলাপাড়ার ইউএনও মো. মুনিবুর রহমান। গেফতার করা হয় চেয়ারম্যানসহ দুই জনকে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার দাস পাঁচজনকে আসামি কলাপাড়া থানায় মামলা করেছেন। বর্তমানে চেয়ারম্যান কেরামত হাওলাদার জেলহাজতে রয়েছেন। চাদনি আক্তার দাবি করেন, তার বাবার প্রতিপক্ষ একটি চক্র তাকে ফাঁসিয়ে দিয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত চেয়ে মামলা প্রত্যাহারের দাবি করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫০:০১ ● ৭৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ