ঝালকাঠিতে শীতার্ততের মাঝে এমপি আমু’র কম্বল বিতরণ

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠিতে শীতার্ততের মাঝে এমপি আমু’র কম্বল বিতরণ
বৃহস্পতিবার ● ১৭ জানুয়ারী ২০১৯


---

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠিতে চার হাজার সাত শত একাত্তর জন অসহায়, গরিব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণের কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রবীণ রাজনীতিবীদ ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংশ্লিষ্ট নারী-পুরুষের হাতে কম্বল তুলে দিয়ে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আতাহার মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার শীতার্তদের এ কম্বল দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৩১ ● ৫৮৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ