বানারীপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদের জন্য জমি দানের উদ্যোগ

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় মুক্তিযোদ্ধা সংসদের জন্য জমি দানের উদ্যোগ
বুধবার ● ২৪ এপ্রিল ২০১৯


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় মুক্তিযোদ্ধাদের পূর্ণমিলনী অনুষ্ঠানে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড’র ভবন নির্মানে তিন শতাংস সম্পত্তি দান করবে ১১৯ বছরের ঐতিয্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার দুপুরে বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক তার বক্তৃতায় মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে ইউনিয়ন কমান্ডের ভবন নির্মানের জন্য বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের কাছে তিন শতাংস সম্পত্তি দান করা আহবান জানান। এ সময় বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল আলম তার দাবী মেনে নিয়ে পরবর্তীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় আলোচনা সাপেক্ষে ওই সম্পত্তি দান করার আস্বাস দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, স্কুলের সম্পত্তি পেলে অচিরেই সেখানে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের একটি ভবন নির্মান করা হবে। বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জগোন্নাথ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনু, বাইশারী সৈয়দ বজলুল হক বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল, থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাজাদী আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মীর শাজাহান, ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদ, লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো.আবুল খায়ের প্রমূখ।

বাংলাদেশ সময়: ৯:১০:০২ ● ৫৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ