ফলোআপ- কলাপাড়ায় ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ, হামলার ঘটনায় মামলা

প্রথম পাতা » সর্বশেষ » ফলোআপ- কলাপাড়ায় ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ, হামলার ঘটনায় মামলা
সোমবার ● ২১ জানুয়ারী ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের ২০ এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির এক ছাত্রীকে মারধর করার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা সোমবার দুপুরে বিক্ষোভ করেছে। জড়িত বিদ্যালয় করণিক মাসুমের বিচার দাবি করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী কলাপাড়া থানায় একটি মামলা করেছেন। মামলায় বিদ্যালয়ের করণিক মাসুম বিল্লাহকে প্রধান করে ১২ জনকে আসামি করা হয়েছে। রবিবারের ওই হামলায় আহতদের মধ্যে মামুন হোসেন, রেজাউল গাজী, শাকিল গাজী, জুয়েল হোসেন, শাওন হোসেন ও নিপুকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি ১৫ ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যালয় মাঠে বহিরাগত সন্ত্রাসী মেহেদী, মাসুম মাস্টার, তছলিম মৃধাসহ ১০/১২ জনে পরীক্ষার্থীদের ওপর হামলা চালায়। করে মারধর। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার চাঁদা তোলার ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ক্লার্ক মাসুমের নেতৃত্বে বহিরাগতরা এ হামলা চালায়। এসময় ছাত্র-ছাত্রীদের আর্তচিৎকারে ভয়ঙ্কর পরিস্থিতির উদ্রেক হয়। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে একজন কর্মকর্তাসহ ফোর্স পাঠানো হয়েছে। এখন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমইউএম/এনইউবি

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৩ ● ৫৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ