ভোটার না আসার কারণ দেখা কমিশনের একার দায়িত্ব নয়: ইসি কবিতা খানম

প্রথম পাতা » জাতীয় » ভোটার না আসার কারণ দেখা কমিশনের একার দায়িত্ব নয়: ইসি কবিতা খানম
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯


---

সাগরকন্যা ডেস্ক॥
নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম বলেছেন, সুষ্ঠু পরিবেশ থাকার পরও ভোটকেন্দ্রে ভোটার কেন আসছে না তা দেখা নির্বাচন কমিশন একক দায়িত্ব নয়। যারা সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন তারাও বিষয়টি ক্ষতিয়ে দেখতে পারেন। কেন তারা আসছে না। বুধবার বিকালে বাগেরহাট শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কবিতা খানম বলেন, নির্বাচন কমিশনের কাজ ভোটার উপস্থিতির জন্য সুস্থ পরিবেশ দেওয়া। ভোটাররা যাতে সুষ্ঠু পরিবেশের মধ্যে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং তার মতামত ব্যক্ত করে আবার নিরাপদে ফিরে যেতে পারেন এর ব্যবস্থা নির্বাচন কমিশন করে। নির্বাচন কমিশন যারা আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত এবং প্রশাসনের মাধ্যমে পরিবেশটা সুষ্ঠু রাখা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে। সুষ্ঠু পরিবেশ থাকার পরও ভোটার না আসার কারণ তো আমরা খুঁজে পাচ্ছি না। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারাই বের করেন কেন ভোটার আসছে না। সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু পরিবেশ দেওয়া, নিরাপত্তা দেওয়া। সুষ্ঠু পরিবেশ আছে এবং নিরাপত্তা ব্যবস্থা আছে এই ম্যাসেজটা ভোটারদের কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু সাংবাদিকদের। পুলিশ প্রশাসনের প্রতি সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে দিক নির্দেশনা আছে। কয়েকটি উপজেলা নির্বাচন এরইমধ্যে হয়ে গেছে। কোথাও কিন্তু তেমন কোনও প্রাণহানি ঘটেনি বা তেমন কোনও দুর্ঘটনা ঘটেনি। ছোট খাটো যেটুকু হয়েছে এগুলো প্রত্যকটা নির্বাচনে হয়ে থাকে। এরপরও একটি ম্যাসেজ আছে যে ভোটের মাঠ সুষ্ঠু আছে। কোনও ধরনের নিরাপত্তাহীনতার বিষয় আছে বলে আমরা মনে করি না। ইসি বলেন, প্রার্থীরা যদি কারও বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ দিচ্ছে, তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া নির্বাচনি আচারণবিধি অমান্য করলেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে তিনি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঠিক ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, পক্ষপাতমূলক আচরণ করলে নির্বাচন কমিশন তাদের ক্ষমা করবে না। এধরনের অপরাধে কমিশনের বিশেষ আইন আছে, এমনকি আমরা ফৌজদারি আইনেও যাব। কমিশনের অর্পিত দায়িত্ব পালনে যদি কেউ বিচ্যুত হন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কমিশন ত্রুটি করবে না।

বাংলাদেশ সময়: ১২:০৫:০৪ ● ৫০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ