এমপিকে দেখেই চরফ্যাশন স্বাস্থ্য কর্মকর্তাকে বদলীর দাবীতে বিক্ষোভ

প্রথম পাতা » ভোলা » এমপিকে দেখেই চরফ্যাশন স্বাস্থ্য কর্মকর্তাকে বদলীর দাবীতে বিক্ষোভ
রবিবার ● ১৭ মার্চ ২০১৯


চরফ্যাশন হাসপাতাল চত্বরে স্বাস্থ্য কর্মকর্তার বদলীর ও অনিয়ম বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করছে।

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশন হাসপাতাল চত্ত্বরে সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর দেখেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলীর দাবীতে সেবা বঞ্চিতরা বিক্ষোভ মিছিল বের করেছেন। মিছিল হাসপাতাল চত্ত্বরে অবস্থান করে। “আর কোন দাবী নেই স্বাস্থ্য কর্মকর্তার বদলী চাই” আর কোন দাবী নেই দালল মুক্ত হাসপাতাল চাই’ এমন শ্লোগান দিয়ে হাসপাতাল চত্ত্বর মুখরিত করে তোলেন সাধারণ মানুষ। এই সকল দাবীর পরিপেক্ষিতে রবিবার বেলা ১টায় হাসপাতারের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও রোগীদের চিসিৎসা সেবার খোঁজ খবর নিতে ছুটেযান চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা-নার্স এবং জরুরী বিভাগে টাকার বিনিময় সেবা এবং হাসপাতালের চিকিৎসা করার পরিবর্তে ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে চিকিৎসা প্রদান করার কথাও উঠে আসে তাদের বিরুদ্ধে। সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি হাসপাতাল অনিয়ম ও দূর্নীতি ম্ক্তু রাখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তকর্তা-কর্মচারীকে। ওই সময় প্রকাশ্যে চরফ্যাশন থানার ওসিকে হাসপাতাল ভাউন্ডার্ীেত দালার পেলেই সাথে সাথে গ্রেফতার করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন। হাসপাতাল চত্ত্বরে উপস্থিত সাংবাদিকদেরকে সাধারণ রোগীরা জানান, অসহায় রোগীদের এ সরকারি হাসপাতালে চিকিৎসা নেই। সকল ডাক্তারগন ডায়াগনষ্টিক সেন্টারে প্রাইভেট রোগী দেখা নিয়ে ব্যস্থ থাকায় হাসপাতালে ভর্তিকৃত রোগীদের কোন খবর রাখেনা। দীর্ঘ দিন এ রোগী ভোগান্তি চরফ্যাশন হাসপাতালে থাকলেও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অবশেষে উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির নজরে আসে। তিনি হাসপাতলে প্রবেশের সাথে সাথে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুভন বসাকের কার্যালয়ে গিয়ে সকল মেডিকেল অফিসার, নার্স ও কর্মচার দেরকে বিনামূল্যে সাধারণ মানুষের সঠিক সেবা দেয়ার জন্যে কঠোর হুঁশিয়ারী সংকেত প্রদান করেন। এবং হাসপাতালকে দালাল মুক্ত এবং অফিসসময় প্রাইভেট রোগী না দেখার নির্দেশ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪২:২০ ● ১৮৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ