গাইড বই পড়ানো বা কোচিংয়ে বাধ্য করা শিক্ষকদের কাজ নয়: দীপু মনি

প্রথম পাতা » সর্বশেষ » গাইড বই পড়ানো বা কোচিংয়ে বাধ্য করা শিক্ষকদের কাজ নয়: দীপু মনি
শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯


---

ঢাকা সাগরকন্যা প্রতিনিধি॥
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গাইড বই পড়ানো বা কোচিংয়ে বাধ্য করা কোনো শিক্ষকের কাজ হতে পারে না। শুক্রবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজের ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, কিছু অসাধু শিক্ষকের নোট ও গাইড বই প্রস্তুতকারী ছাপাখানার সঙ্গে যোগসাজশ রয়েছে। তাদের কাছ থেকে কমিশন নিয়ে পছন্দের নোট ও গাইড বই ছাত্র-ছাত্রীদের কিনতে উৎসাহিত করছে তারা। এ ছাড়া শিক্ষার্থীদের প্রাইভেট কোচিংয়ে আসতে বাধ্য করছে অনেক শিক্ষক। কোনো শিক্ষার্থীকে গাইড বই পড়তে উৎসাহিত করা, প্রাইভেট কোচিংয়ে আসতে বাধ্য করা এবং কোচিংয়ে না এলে তাদের ফেল করানো শিক্ষকের কাজ হতে পারে না। শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকদের মর্যাদা তাদের নিজেদেরই ধরে রাখতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে শিক্ষাখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এ অর্জন ধরে রেখে শিক্ষার মান আরও উন্নত করতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না। তাদের নৈতিকতা, মানবতা, দেশপ্রেম, সততা ও নিষ্ঠা শেখাতে হবে। শিক্ষকদের কাছ থেকেই শিক্ষার্থীরা সঠিক শিক্ষা পেয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। এসময় জেলা প্রশাসক (ডিসি) কাজী আবু তাহের, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান সিকদার, জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:২৫ ● ৩৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ