গ্যাসের দাম বাড়ালে আন্দোলনের হুমকি বিএনপির

প্রথম পাতা » রাজনীতি » গ্যাসের দাম বাড়ালে আন্দোলনের হুমকি বিএনপির
শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯


---

ঢাকা সাগরকন্যা অফিস॥
গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব কার্য্কর করা হলে আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখন গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব ‘অযৌক্তিক ও বেআইনি’। সাধারণ মানুষের পেটে ছুরি মারতে সরকার আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। শুধুমাত্র লুটপাটের জন্য বেআইনিভাবে গ্যাসের মূল্য শতকরা ১০৩ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা বেআইনি ও মনুষ্যত্বহীন পদক্ষেপ। সরকারের উদ্দেশে রিজভী বলে, গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে দূরে সরে আসতে হবে। অন্যথায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। গ্যাসের দাম সমন্বয়ে বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাবের ওপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চার দিনের গণশুনানি গত বৃহস্পতিবার শেষ হয়। গত ১০ বছরে গ্যাসের দাম ছয়বার বাড়ানো হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, বিইআরসি আইন অনুযায়ী কোনো অর্থবছরে একবারের বেশি ট্যারিফ পরিবর্তন করার সুযোগ নেই। কিন্তু তিন মাসের ব্যবধানে আবার পাইকারী গ্যাসসহ সঞ্চালন ও বিতরণ সেবার মূল্যহার পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে মাশুল দিতে হবে সাধারণ মানুষকে। এর ফলে কলকারাখানার বিকাশ বাধাগ্রস্ত হবে, বেকারত্ব বাড়বে। পরিবহন ব্যবসায়ী বাড়াবে ভাড়া। সব মিলিয়ে বাড়বে জীবনযাত্রার ব্যয়।
ক্রাইস্টচার্চের ঘটনায় উদ্বেগ: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে ২ বাংলাদেশিসহ অন্তত ৪৯ জন নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। সেই সঙ্গে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে গুলির ঘটনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় অল্পের জন্য বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছে দলটি। শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা এই সন্ত্রাসী ঘটনায় নিহত হয়েছেন, দলের পক্ষ থেকে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া করি, রাব্বুল আলামীন যেন আমাদের খেলোয়াড়দের নিরাপদ রাখেন, হেফাজত করেন। শুক্রবার দুপুরে গোলাগুলির ঘটনার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট বাতিল করা হয়েছে। শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ওই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ জানান, ম্যাচের আগে শুক্রবার সকালে ওই মাঠে অনুশীলন করেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। সেখান থেকে তাদের কয়েকজন কাছের আল নূর মসজিদে গিয়েছিলো জুমার নামাজ পড়তে। তবে তাদের সবাই নিরাপদে হোটেলে ফিরেছেন। অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুজ্জোহা খান, মোস্তাক মিয়া নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১৫ ● ৩৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ