আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত
বুধবার ● ১৩ মার্চ ২০১৯


আমতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

“প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের বৃত্তি” এ প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার (১৩ মার্চ) বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধন প্রর্দশনী , বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১০ টায় বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ জিএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, ইউআরসির ইন্সেট্রাক্টর মোঃ আবুল বাশার, প্রধান শিক্ষক একেএম জিল্লুর রহমান, আবদুল মন্নান শিকদার, জাকির হোসেন ও আনোয়ারুল কবির প্রমুখ।

এমজেএস/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২৮:০৮ ● ৪৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ