গৌরনদীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার!

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার!
সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪


গৌরনদীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার!

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদী উপজেলার কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে (১৩) শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা লিমা আক্তার বাদি হয়ে বখাটে যুবক শাওন খলিফা ওরফে কাজল খলিফাকে আসামি করে সোমবার সকালে গৌরনদী থানায় শ্লীলতাহানির একটি মামলা দায়ের করেন। তাৎক্ষনিক থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি শাওন খলিফাকে গ্রেফতার করেছে। সে (শাওন) উপজেলার কালনা গ্রামের তারেক খালিফা ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো. শাহাবুদ্দিন জানান, অষ্টম শ্রেণীর এক ছাত্রী স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে  যুবক শাওন খলিফা ওরফে কাজল খালিফা প্রায়ই ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। সর্বশেষ গত ১ ফেব্রয়ারি স্কুল থেকে ওই ছাত্রী বাড়ি ফেরার পথিমধ্যে বখাটে শাওন খলিফা  তাকে (ছাত্রীকে) উত্ত্যক্ত  করে ও  শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ ব্যাপারে  ওই ছাত্রীর মা লিমা আক্তার বাদি হয়ে বখাটে শাওন খলিফাকে আসামি করে গৌরনদী থানায় শ্লীলতাহানির একটি মামলা দায়ের করেন। তাৎক্ষনিক তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে কালনা গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি শাওন খলিফাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শাওনকে সোমবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৬:৪৭ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ