মৎস্য বিভাগের বিশেষ অভিযানদুমকিতে নৌকাসহ ৬হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রথম পাতা » পটুয়াখালী » মৎস্য বিভাগের বিশেষ অভিযানদুমকিতে নৌকাসহ ৬হাজার মিটার কারেন্ট জাল জব্দ
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩


দুমকিতে নৌকাসহ ৬হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর পায়রা নদীতে মা-ইলিশ সংরক্ষণে দিনভর অভিযানে দু’টি জেলে নৌকাসহ ৬হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে শনিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত গত ২৪ঘন্টায় উপজেলার পায়রা নদীর লেবুখালী, আলগি ও রাজগঞ্জ এলাকায় একটানা বিশেষ অভিযানে ২টি জেলে নৌকাসহ অন্তত: ৬হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের ট্রলার দেখে আগে ভাগেই নৌকা জাল ফেলে পালিয়ে যাওয়ায় অভিযুক্ত জেলেদের কাউকে আটক করা যায়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম ও দুমকি থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী জেলেদের কোন ছাড় দেয়া হবে না। আগামী ২নভেম্বর পর্যন্ত আমরা নদীতে আছি। ইলিশ শিকারে নামলেই জেল, জরিমানার পাশাপাশি নৌকা জাল বাজেয়াপ্ত করা হবে। নির্বাহী মেজিষ্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি সার্বক্ষনিক পুলিশ, কোস্ট গার্ডের লাগাতার অভিযান চলবে।


এমআরৃ

বাংলাদেশ সময়: ১১:৫৮:৩১ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ