কাউখালীতে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত
সোমবার ● ৭ আগস্ট ২০২৩


কাউখালীতে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

চারদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে পানিতে ভাসছে পিরোজপুরের কাউখালী। ভারী বর্ষণের ফলে শহরের বেশিরভাগ এলাকা ডুবে গেছে। সড়কগুলোতে যান চলাচল করতে পারছে না। সড়ক ছাড়িয়ে অলিগলিও তলিয়ে গেছে। উপজেলার নিম্নাঞ্চল, নিচু এলাকাগুলোর ভবন, শিক্ষা প্রতিষ্ঠান বাসা-বাড়ি, অফিসেও পানি ঢুকেছে। বিপর্যস্ত জনজীবন। ভারী বর্ষণের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুম শুরুর পর দেড় মাসে তেমন বৃষ্টিপাত হয়নি। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে গত রবিবার(৬আগস্ট) রাত থেকে সোমবার পর্যন্ত। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। শহরের সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ডুবেছে পানিতে। ৫টি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের মানুষ অনেকটা ঘরবন্দী। ভারী বর্ষণের কারণে অনেকের পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে মাটি নরম হওয়ায় উপড়ে পড়ছে কয়েকশত গাছপালা। এ ছাড়াও বৃষ্টির পানি জমে আউশ ধানের ক্ষতি হয়েছে। বিরামহীন এ বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়ছে। প্রায় সব মানুষের দৈনন্দিন কাজে বিঘœ ঘটছে। তবে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
এ দিকে সোমবার সকালে কাউখালী-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে কাঠালিয়া নামক স্থানে গাছ উপড়ে সড়কের মধ্যে পড়লে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কাউখালী থেকে ফায়ার সার্ভিস গিয়ে গাছটি অপসারন করে।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৭:৪০ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ