আমতলীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
রবিবার ● ৩০ জুলাই ২০২৩


আমতলীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

১০ বছর পরে আমতলী উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বরিবার আমতলী সরকারী কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কয়েক হাজার তৃণমুল নেতাকর্মী উপস্থিত হয়।
আমতলী উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাংসদ এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কাজী মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামিম আল সাইফুল সোহাগ, বরগুনা জেলা যুবলীগ সভাপতি রেজাউল কবির এ্যাটম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য সাইফুল ইসলাম সুমন. আব্দুল্লাহ আল মিঠু, মাহতাবুল বারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া শামিম, বরগুনা জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল ও ইলিয়াস আকন প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এমএ কাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, এ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, কাউন্সিলর জিএম মুছা ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
উল্লেখ্য ২০১৩ সালে ২১ জুন আমতলী উপজেলা যুবলীগ সম্মেলন হয়। ওই সম্মেলনে জিএম ওসমানী হাসানকে সভাপতি ও দেওয়ান জাহিদকে সাধারণ সম্পাদক করা হয়। গত ১০ বছর ওই কমিটিই সুচারুভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। গত ১৫ জুলাই কেন্দ্রীয় নেতাদের নির্দেশে বরগুনা জেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আমতলী উপজেলা ও পৌর শাখা সম্মেলনের তারিখ ঘোষনা করে। এতে উপজেলা যুবলীগ ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসে। দীর্ঘদিন পর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উচ্ছাসে ভরপুর ছিল নেতাকর্মীরা। তৃণমুল নেতাকর্মীদের প্রত্যাশা সাংগঠনিকভাবে দক্ষ এমন ব্যাক্তিকে দলের দায়িত্ব দেয়া হয়।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:২৩ ● ১৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ