বামনায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » বরগুনা » বামনায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মঙ্গলবার ● ১৪ জুন ২০২২


বামনায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় মঙ্গলবার (১৪ জুন) বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিক হলেন উত্তর কাকচিড়া গ্রামের মৃত্যু গফুর আকনের ছেলে আলতাফ হোসেন (৫৫)।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রামনা ইউনিয়নের বৈকালীন বাজারে আর এন ক্লিনিক ভবনের ছাদে কাজ করানোর জন্য ঐ দিনমজুর শ্রমিককে কাজে লাগান ভবন মালিক। ভবনের গায়ে ঘষে বিদ্যুৎ সংযোগ গিয়েছে। ঐ শ্রমিক ভবনের পাশের নারিকেল গাছের একটি ডাল কাটতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পরে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজাপুর নামক স্থানে শ্রমিকের মৃত্যু হয়।
এ ব্যপারে স্থানীয় ফোরকান মাহমুদ বলেন যেহেতু ভবনের গাঁ ঘেষে বিদ্যুৎ লাইন গিয়াছে সেহেতু ভবন মালিককে লাইন বন্ধ করে শ্রমিককে দিয়ে কাজ করানো উচিৎ ছিলো।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশিরুল আলম জানান, আমি শুনেছি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক গুরুতর আহত হলে তাকে বরিশাল নেওয়ার পথে রাজাপুর নামক স্থানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি। তবে আমি পুলিশ পাঠিয়ে বিষয়টি দেখতেছি।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৭:২৪ ● ১৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ