বাগেরহাটে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিৎ করণ শীর্ষক কর্মশালা

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিৎ করণ শীর্ষক কর্মশালা
মঙ্গলবার ● ১৭ মে ২০২২


বাগেরহাটে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিৎ করণ শীর্ষক কর্মশালা

বাগেরহাট সাগরকন্যা প্রতিনিধি॥

বাগেরহাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিত করার লক্ষ্যে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এমসিএইচ-সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক মো: হাবিবুল হক খান।
বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: হাফিজ আল আসাদ, সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,সুদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রদিপ কুমার বকসি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের স্বাস্থ্য কর্মীরা  অংশ নেন।

এএইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫০ ● ২১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ