কাউখালীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
শুক্রবার ● ৬ মে ২০২২


কাউখালীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

পিরোজপুরের কাউখালীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ পরিদর্শন করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মুহাম্মদ জাহেদুর রহমান।

শুক্রবার (৬ মে) দুপুরে কাউখালী উপজেলার শিয়ালকাঠী,কাউখালী সদর এব্ং চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের বাসগৃহ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগী কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজ খবর নেন। এসব পরিবারের কোনো সমস্যা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। ঘর পেয়ে আশ্রয়ণের বাসিন্দারাও জেলা প্রশাসকের কাছে আনন্দ প্রকাশ করেন।

আশ্রয়ণের বাসিন্দারা জানান, জীবনে তারা অনেক কষ্ট করেছেন।তাদের আশ্রয় ছিল না। প্রধানমন্ত্রীর কারণে তারা আশ্রয় পেয়েছেন। ঘরে বসেই খাবার পেয়েছেন। এখানে পানি, বিদ্যুৎ এর ব্যবস্থা করা হয়েছে। তাদের কোন সমস্যা নেই।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোছা.খালেদা খাতুন রেখা,সহকারি কমিশনার(ভুমি)জান্নাত আরা তিথি, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু,কাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

আরএইচআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:০৭:৫০ ● ২২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ