গলাচিপায় ৭দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ৭দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান
শনিবার ● ২৩ এপ্রিল ২০২২


গলাচিপায় ৭দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

পটুয়াখালীর গলাচিপায় পঞ্চবটি মন্দিরে ৭দিনব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে সূতাবাড়িয়া গ্রামে শুক্রবার (২২এপ্রিল) রাত ১০টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহাজাদা (এমপি)। তার উপস্থিতিতে অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য বাবু নিতাই দাস, বিশিষ্ট সমাজসেবক ও মন্দির কমিটির উপদেষ্টা বাবু শ্যামল দাস, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিৎ রায়, চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক অবণি রায় প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন পঞ্চবটি মন্দির কমিটির সভাপতি বাবু আইচ। এ সময় প্রধান অতিথি এসএম শাহাজাদা (এমপি) বলেন, বর্তমান সরকারের অধীনে সবার ধর্ম স্বাধীন ভাবে পালনের নিশ্চয়তা প্রদান করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আপনারা স্বাধীনভাবে আপনাদের উৎসব নিশ্চিন্তে পালন করবেন। পরে তিনি মন্দির পরিদর্শন করে মন্দিরের বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন।

 

 

এসডি/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৮ ● ৩৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ