শীতালক্ষ্যায় লঞ্চ ডুবিতে নিহত মা-মেয়ের লাশ গ্রামের বাড়িতে দাফন

প্রথম পাতা » পটুয়াখালী » শীতালক্ষ্যায় লঞ্চ ডুবিতে নিহত মা-মেয়ের লাশ গ্রামের বাড়িতে দাফন
সোমবার ● ২১ মার্চ ২০২২


শীতালক্ষ্যায় লঞ্চ ডুবিতে নিহত মা-মেয়ের লাশ গ্রামের বাড়িতে দাফন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

মেয়ের মাদ্রাসায় ভর্তির জন্য প্রয়োজন জন্মনিবন্ধন সার্টিফিকেট। জন্মনিবন্ধন করাতে ৯বছরের মেয়ে ফাতিমা বেগমকে নিয়ে লঞ্চ যোগে ঢাকা থেকে বাড়ি উদ্দেশ্য রওনা হন মা সালমা বেগম (৩৫)। ভূল করে সদরঘাটের লঞ্চের পরিবর্তে উঠেন নারায়ণগঞ্জের লঞ্চে উঠে। রবিবার বিকালে নারায়ণগঞ্জের শীতালক্ষ্যা নদীতে রূপসী-৯ কার্গোর ধাক্কায় এম এল আফসার নামের লঞ্চ ডুবির ঘটনায় মৃত্যু হয় তাদের। তারা ওই লঞ্চের যাত্রী ছিলেন। অনেকের সাথে ডুবোড়িরা লাশ উদ্ধার করে মা-মেয়ের লাশ। মৃত সালমার সাথে থাকা মোবাইল থেকে ফোন করে সনাক্ত করা হয় তাদের লাশ। পরের দিন পটুয়াখালীর মির্জাগঞ্জ গ্রামের বাড়িতে এসে পৌঁছালো মা ও মেয়ের মরদেহ। এসময় স্বজনদের আহাজারিতে ভাড়ী হয়ে ওঠে পরিবেশ। নিহত সালমা উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের ইউনুচ আলী খলিফা (৫৫) এর স্ত্রী।

সালমার স্বামী ইউনুচ খলিফা বলেন, জীবিকার তাগিদে ১২ বছর ধরে ঢাকার মুন্সিগঞ্জের  মুক্তারপুর এলাকায় ৬ সন্তান নিয়ে বসবাস করছেন। সোমবার (২১ মার্চ) দুপুরে জানাজা নামাজ শেষে সালমার বাবার বাড়ি উপজেলার ভাজনা কদমতলা গ্রামে দাফন করা হয় তাদের।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪১:৪৯ ● ৪৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ