গলাচিপায় আগুণে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় আগুণে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান
মঙ্গলবার ● ১৫ মার্চ ২০২২


গলাচিপায় আগুণে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় আগুণে বসত ঘর পুড়ে যাওয়া নিঃস্ব পরিবারকে চালসহ আসবাবপত্র সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। সোমবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিৎ রায়, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিব বিশ^াস, রতনদী তালতলী ইউনিয়নের ইউপি সদস্য মাসুম মিয়া প্রমুখ। জানাযায়, ১২ মার্চ রতনদীতালতলী ইউনিয়নের দক্ষিন নিমহাওলা গ্রামের দরিদ্র বাবুল সিকদারের বসতঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের হাত থেকে নছির উদ্দিনের পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও রক্ষা পায়নি তার বসতঘর আসবাবপত্রসহ যাবতীয় মালামাল। তাই তার সাহায্যে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। চালসহ আসবাবপত্র পেয়ে আনন্দিত হত দরিদ্র বাবুল সিকদার জানান,‘আগুনে সর্বশান্ত হয়ে স্ত্রী সন্তানকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। খাওয়ার মতো কোন ব্যবস্থা ছিল না। ইউএনও স্যার আমাকে যে সহায়তা করলেন তা আমি ভুলব না।’

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৯:১৮ ● ১৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ