আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় এইচএসসি পরীক্ষার্থী আহত

প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় এইচএসসি পরীক্ষার্থী আহত
সোমবার ● ২ জুন ২০২৫


আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় এইচএসসি পরীক্ষার্থী আহত

গৌরনদী ও আগৈলঝাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জোরধরে হামলা চালিয়ে লাঠি দিয়ে পিটিয়ে রফিকুল ইসলাম সরদার (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষ। উপজেলার বাকাল গ্রামে  এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে (রফিকুল) আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় আহত পরীক্ষাথীর বাবা রবিউল্লাহ সরদার বাদি হয়ে অভিযুক্ত ওমর আলী সানি ও তার বাবা  করম আলী সরদারকে আসামি করে শনিবার দুপুরে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত রবিউল্লাহ সরদার অভিযোগ করে বলেন, জমি নিয়ে উপজেলার বাকাল গ্রামের করম আলী সরদারের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিরোধের জেরধরে শনিবার (৩১ মে) দুপুরে প্রতিপক্ষ করম আলী সরদারের ছেলে ওমর আলী সানী হামলা চালিয়ে পিটিয়ে আমার ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী রফিকুল ইসলাম সরদারের (১৮) মাথা ফাটিয়ে দেয়। এ সময় আমি রফিকুলকে উদ্ধার করতে এগিয়ে এলে  আমাকেও পিটিয়ে আহত করে ওমর আলী। গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিয্ক্তু ওমর আলী সানি অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরা উল্টো আমাদের ওপর  হামলা চালিয়েছে। কবরস্থানের জায়গার মাটি প্রতিপক্সরা কেটে নেওয়ার ঘটনায় বরিশাল আদালতে  মামলা  বিচারাধীন রয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ০:১৮:০০ ● ৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ