গোপালগঞ্জে দু’দিনব্যাপি সনাতন ধর্মীয় কবিগান অনুষ্ঠিত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে দু’দিনব্যাপি সনাতন ধর্মীয় কবিগান অনুষ্ঠিত
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২


গোপালগঞ্জে দু’দিনব্যাপি সনাতন ধর্মীয় কবিগান অনুষ্ঠিত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়ি সার্বজনিন কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দুইদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বী কবিগান। সোমবার (২১ ফেব্রুয়ারী ) সন্ধা থেকে দুইদিন ব্যাপী এ কবিগান অনুষ্ঠান শুরু হয়। বুধবার  অরুনদয় শেষ হবে এ কবি গান।

ঘোষালকান্দি থেকে  কবিগান শুনতে আসা ডাক্তার সৌমেন সরকার ও চয়ন ঘোষ  বলেন, আমরা বাল্যকাল থেকে প্রতি বছর পাটকেলবাড়ি সার্বজনিন কালি মন্দিরের পূজা ও সনাতন ধর্মীয় কবিগান শুনতে আসি। এ কালি মন্দিরটি একটি জাগ্রত দেবী মন্দির।  এখানে পূজায় এসে কেউ মানত করলে তার মনস্কামনা পূর্ণ হয়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুধাকর হালদার বলেন, প্রায় ২শত বছর ধরে আমাদের পাটকেলবাড়ি সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শনিবার পূজা অনুষ্ঠিত হয়।  পূজার পর দুইদিন ব্যাপী এক সনাতন ধর্মীয় কবিগান অনুষ্ঠিত হয়ে আচ্ছে।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৮:২৫ ● ৩৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ