নেছারাবাদের পাটিকেলবাড়ি দরগাহ্ শরীফের বার্ষিক উরস

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদের পাটিকেলবাড়ি দরগাহ্ শরীফের বার্ষিক উরস
বুধবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২২


নেছারাবাদের পাটিকেলবাড়ি দরগাহ্ শরীফের বার্ষিক উরস

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী পাটিকেলবাড়ী দরগাহ্ শরীফের ৪৪তম বার্ষিক উরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাগরিব নামাজ বাদ শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে ওই উরস। উরস শরীফে প্রধান আলোচক হিসেবে আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং শান্তিপুর জামে মসজিদ এর খতিব,  শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আযহারী বয়ান করেন।
এছাড়াও বিশেষ আলোচক হিসেবে মঠবাড়িয়া সুফী সাহেব হুজুরের (রহঃ) বড় সাহেবজাদা, হযরত মাওলানা মোঃ মোর্তুজা বিল্লাহ, পাটিকেল বাড়ী দরগাহ্ শরীফ দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব হযরত মাওলানা মোঃ তরিকুল ইসলাম বয়ান করেন। এসময় পাটিকেল বাড়ী দরগাহ্ শরীফ দাখিল মাদ্রাসার মুতাওয়াল্লী ও সভাপতি ফকির শাহ নাসির উদ্দিন ছাড়াও গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রব সিকদার, ইউপি সদস্য মো. লাভলু হোসেন গাজী, সমাজ সেবক মো. সেলিম ফকির, রাসেল ফকির, দুলাল শেখ, শাহ নাজিম উদ্দীন মুনানসহ আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গভীর রাতে মুসলিম বিশ্বের শান্তি কামনা ও মহামারী করোনা সংক্রমণ থেকে মুক্তি চেয়ে আখেরী মোনাজাত পরিচালনা করেন উরসের প্রধান আলোচক শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আযহারী। মোনাজাতে ওই এলাকা সহ আসেপাশের বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লীগন অংশ নেয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৭:৩০ ● ৬৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ