নাজিরপুরে মদসহ চেয়ারম্যানের দু’সহযোগী আটক

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে মদসহ চেয়ারম্যানের দু’সহযোগী আটক
শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১


নাজিরপুরে মদসহ চেয়ারম্যানের দু’সহযোগী আটক

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে মদসহ তন্ময় সূতার(২১) ও শুভ বেপারী (২২) নামের দুই কলেজ ছাত্রকে আটক করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার(৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তাদেরকে উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঘোষকাঠী লঞ্চঘাট এলাকা থেকে আটক করা হয়। আটককৃত তন্নয় সূতার ওই ইউনিয়নের উত্তর ঘোষকাঠী গ্রামের মোহন সূতার এর ছেলে। সে উপজেলা সদরের নাজিরপুর ডিগ্রী কলেজের ছাত্র এবং শুভ  বেপারী একই গ্রামের সুব্রত বেপারীর ছেলে ও ঢাকার একটি নাসিং কলেজের ছাত্র। তারা  উভয়েই স্থানীয় ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর সহযোগী।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, তাদের দুই লিটার মদসহ পুলিশ আটক  করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতরা ওই মদ স্থানীয় ইউপি চেয়ারম্যানের বলে স্বীকার করেছেন। ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দ্বীজদাস হালদার জানান, ওই ইউনিয়ন পরিষদের ভবনের দোতালার একটি কক্ষে চেয়ারম্যান কর্তৃক নিয়মিত মদের আসর বসে। আর সেখানে অনেক ধরনের ফূর্তি করা হয়। এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ ব্যাপারে কিছুই  জানেন না বলে জানান।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪৩ ● ৩৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ