অন্যকে ধর্ম পালনে সহযোগীতা করতে হবে-ডিআইডি

প্রথম পাতা » পিরোজপুর » অন্যকে ধর্ম পালনে সহযোগীতা করতে হবে-ডিআইডি
শুক্রবার ● ১ অক্টোবর ২০২১


অন্যকে ধর্ম পালনে সহযোগীতা করতে হবে-ডিআইডি

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইডি এসএম আক্তারুজ্জামান বলেছেন, আমাদের সকলকে অন্যের ধর্ম পালনে সহযোগীতা করা উচিত। একজন মানুষ হিসাবে তার নিজ ধর্মকে যেমন পালন করবেন, তেমনি অন্য ধর্মের প্রতি সহমর্মিতা প্রকাশ করা উচিত।
শুক্রবার (০১ অক্টোবার) পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন মন্দিরের নির্মান কাজ পরিদর্শন কালে উপজেলার শ্রীরামকাঠী প্রনব মঠে অনুষ্ঠিত আলোচনা সভায় একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পুলিশ জনগনের সেবক। কাজেই আপনাদের সেবায় আমরা (পুলিশ) সবসময় নিবেদিত থাকবো। যে কোন সময় সমস্য হলে জানাবেন। ওই অনুষ্ঠানে উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মাষ্টার সুখরঞ্জন বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাঈদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার,  মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক এসএম নজরুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল চন্দ্র বসু, জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক এ্যাড. দিলীপ মাঝি প্রমুখ।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:২৩ ● ৩২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ