কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে মতবিনিময় সভা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে মতবিনিময় সভা
শনিবার ● ১১ সেপ্টেম্বর ২০২১


কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে মতবিনিময় সভা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার(১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ কাউখালী কমান্ডের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) মোছা.খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ. কে. এম আব্দুস শহীদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. দেলোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার.বীর মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম দুলাল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন. সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন.কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বনি আমিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জিয়াদ, উপজেলা জাতীয় পার্টি (জেপি)সাধারণ সম্পাদক শাহ আলম নসু, আওয়ামীলীগ নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহিন চৈতি, জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান  মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন.মুক্তিযোদ্ধা সস্তান কমান্ডের পক্ষে  কামরুল হাসান পলাশ প্রমুখ

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:০৪ ● ৩৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ