নেছারাবাদে লকডাউন কার্যকরী করতে তৎপর প্রশাসন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে লকডাউন কার্যকরী করতে তৎপর প্রশাসন
সোমবার ● ২৬ জুলাই ২০২১


নেছারাবাদে লকডাউন কার্যকরী করতে তৎপর প্রশাসন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে লকডাউনে সরকারী বিধি নিষেধ কার্যকরী করতে প্রশাসন ব্যাপক তৎপরতা চালিয়া যাচ্ছে। সোমবার (২৬ জুলাই) সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. বশিরগাজীর নেতৃত্বে প্রশাসন, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবীর মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশ এবং ভোক্ত অধিকার পিরোজপুরের সহকারী পরিচালক মো. শোয়াইব মিয়া নেতৃত্বে ব্যাপক অভিযান চালানো হয়।
থানা পুলিশের একটি টিম সকাল থেকে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে মাস্ক, লিফলেট বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা করেন। সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বশির গাজী  জগন্নাথকাঠি বন্দরে নানা অভিযোগে একটি মিষ্টির দোকানীসহ ৮ মামলায় ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেন।
অপরদিকে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. শোয়াইব মিয়া ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেন। তাকে সহায়তা করে এপিবিএনএর একটি দল।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:১৬ ● ৪৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ