শাজাহান খানের নেতৃত্বে সড়কে শৃঙ্খলার কমিটি হাস্যকর: রিজভী

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » শাজাহান খানের নেতৃত্বে সড়কে শৃঙ্খলার কমিটি হাস্যকর: রিজভী
মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯


নয়াপল্টনে প্রধান দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী

ঢাকা সাগরকন্যা অফিস॥

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে সড়ক পরিবহন ও দুর্ঘটনা নিয়ন্ত্রণবিষয়ক জাতীয় কমিটিতে সাবেক মন্ত্রী শাজাহান খানকে আহ্বায়ক করে যে কমিটি গঠন করা হয়েছে, তা রীতিমতো হাস্যকর।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে প্রধান দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
সড়ক পরিবহন খাতে শ্রমিকদের নেতা শাজাহান খানকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, এই শ্রমিক নেতার কারণেই সড়কে যত প্রাণহানি ও বিশৃঙ্খলা ঘটেছে। যখনই সড়কের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা নিয়ে আন্দোলন হয়েছে, তখনই এই শাজাহান খানরাই বাধার সৃষ্টি করেছে। মূলত সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির জন্য এই নেতাই (শাজাহান খান) অনেকাংশে দায়ী। কাজেই তাঁকে আহ্বায়ক করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে যে কমিটি গঠিত হয়েছে, তা জাতির সঙ্গে তামাশামাত্র। সড়কে বিশৃঙ্খলা এবং মর্মান্তিক দুর্ঘটনার কত যে পুনরাবৃত্তি হবে, তা বলা বাহুল্য। জনগণের কাছে যখন জবাবদিহি থাকে না, তখন জনদুর্ভোগ সৃষ্টিকারীরাই সর্বত্র বেআইনি কর্তৃত্ব করে। তাদের দ্বারা জনগণ ক্রমাগত প্রতারিত হতে থাকে। মিডনাইট নির্বাচনের পর এটি জনগণের সঙ্গে আরেকটি শ্রেষ্ঠ প্রহসন, বলেন রিজভী। এ ছাড়া সম্প্রতি নতুন তিনটি ব্যাংক অনুমোদনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনস্বার্থ ও রাষ্ট্রীয় অর্থনীতি ধ্বংস করছে। এ সময় তিনি ঢাকায় চলমান গ্যাস সংকটের ব্যাপারেও সরকারের সমালোচনা করেন।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪২:০০ ● ৫৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ