মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

প্রথম পাতা » রাজনীতি » মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি
মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯


মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

ঢাকা সাগরকন্যা অফিস॥

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে ২০ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বেলা ২টায় আলোচনা সভা রেখেছে বিএনপি। পরদিন ২১ ফ্রেব্রুয়ারি সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পদাতা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ৬টায় কালো ব্যাজ ধারন করে নেতাকর্মীরা রাজধানীর বলাকা সিনেমা হলের কাছে জমায়েত হবেন। পরে সেখান থেকে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন।
এছাড়া জেলা-উপজেলা-থানাসহ বিভিন্ন ইউনিট স্থানীয়ভাবে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করবে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১২:০৪:২২ ● ৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ