ছাতক পৌরসভায় সাড়ে ৪৭ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতক পৌরসভায় সাড়ে ৪৭ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা
শনিবার ● ১২ জুন ২০২১


ছাতক পৌরসভায় সাড়ে ৪৭ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

ছাতক পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের সাড়ে ৪৭ কোটি টাকার নতুন বাজেট ঘোষনা করা হয়েছে।  শুক্রবার (১১ জুন) পৌরসভার সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন তহবিলে মোট আয় দেখানো হয়েছে ৪৭ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা, ব্যয় দেখানো হয়েছে ৪৭ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকা। স্থিতি দেখানো হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার টাকা। পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব মোহাম্মদ খান মোহাম্মদ ফারাভীর পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ব্যবসায়ী হাজী আবুল হায়াত, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, রশিদ আহমদ খছরু, শফিকুল ইসলাম, হাজী ছালেক মিয়া, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, রতœা রানী কর, নূরেছা বেগম, সাবেক পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, মাসুক মিয়া, ব্যবসায়ী সামছুল ইসলাম, সূর্য্যরে হাসি ক্লিনিকের ছাতকের পরিচালক স্বপ্না বেগম, আওয়ামীলীগ নেতা মকবুল আলী, ব্যবসায়ী ছালিক মিয়া চৌধুরী রুকন প্রমুখ। বাজেট সভায় ব্যবসায়ী, সাংবাদিক, পৌর কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৯:৪৪ ● ৪২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ