আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত
রবিবার ● ৬ জুন ২০২১


আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা কালভার্ট সংলগ্ন স্থানে মাছ বোঝাই পিকআপ নিয়স্ত্রণ হারিয়ে ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা ঘটেছে রবিবার (৬ জুন) সকাল ৬ টার দিকে।
জানাগেছে, বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের শহীদুর রহমানের ছেলে মাছ ব্যবসায়ী মোঃ জাকির হোসেন রবিবার সকালে কুয়াকাটা থেকে ১০ ট্রাম মাছ পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৬২৭৪) বোঝাই করে পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা কালভার্ট সংলগ্ন স্থানে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ সড়কের পাশে উল্টে পড়ে। এতে মাছ ব্যবসায়ী জাকির গাড়ীর নিতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পরপর পিকআপ চালক মোঃ মনু মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্ত্রী মাহমুদা বেগমের দাবীর প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, দ্রুত গতির পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে উল্টো পড়ে। ওই গাড়ীর নিচে চাপা পড়ে মাছ ব্যবসায়ী জাকির হোসেন নিহত হয়।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৬:২৩ ● ৭০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ